কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৬): কোনো প্রতিষ্ঠান কোনো পোডাক্ট কাউকে নির্ধারিত মূল্যে ব্যবহার করতে দেয়। এসময় প্রতিষ্ঠানের কোনো তৃতীয় ব্যক্তি প্রতিষ্ঠানকে না জানিয়ে ব্যবহারকারীর নিকট থেকে অতিরিক্ত টাকা নিয়ে থাকে। এ টাকা নেওয়া কি জায়েয?

উত্তর: মালিককে না জানিয়ে প্রতিষ্ঠানের কোনো জিনিস কাউকে ব্যবহার করতে দিয়ে অতিরিক্ত টাকা নেওয়া বৈধ হবে না। আবূ হুমায়দ আস-সাঈদী রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানী আসাদ গোত্রের ইবনু লুতাবিয়্যা নামের এক লোককে যাকাত আদায়ের জন্য কর্মচারী বানালেন। সে যখন ফিরে এল, তখন বলল, এগুলো আপনাদের আর এগুলো আমাকে হাদিয়া দেওয়া হয়েছে। এ কথা শোনার পর নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের উপর দাঁড়ালেন। সুফিয়ান কখনো বলেন, তিনি মিম্বরের উপর উঠলেন এবং আল্লাহর হামদ ও ছানা পাঠ করলেন। এরপর বললেন, ‘কর্মকর্তার কী হলো! আমি তাকে পাঠাই, তারপর সে ফিরে এসে বলল, এগুলো আপনার আর এগুলো আমার। সে তার বাপের বাড়ি কিংবা মায়ের বাড়িতে বসে থেকে দেখত যে, তাকে হাদিয়া দেওয়া হয় কি-না? যে সত্তার হাতে আমার প্রাণ তাঁর কসম! যা কিছুই সে গ্রহণ করবে, কিয়ামতের দিন তা কাঁধে বয়ে নিয়ে হাজির হবে। যদি উট হয়, তাহলে তা চিৎকার করবে; যদি গাভী হয়, তাহলে তা হাম্বা হাম্বা করবে অথবা যদি বকরি হয়, তাহলে তা ভ্যাঁ ভ্যাঁ করবে (ছহীহ বুখারী, হা/৭১৭৪)। বুরায়দা রাযিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘আমরা কাউকে সরকারি পদে নিযুক্ত করলে তার আহারের ব্যবস্থাও আমার দায়িত্ব। পরে সে অতিরিক্ত কিছু নিলে, তবে তা আত্মসাৎ হিসেবে গণ্য হবে’ (আবূ দাঊদ, হা/২৯৪৩)। 

প্রশ্নকারী: নাম প্রকাশে অনিচ্ছুক।



Magazine