কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৭): যে ইমাম হাতে বা গলায় তাবীয ঝুলিয়ে রাখে, সেই ইমামের পিছনে ছালাত হবে কি?

উত্তর: প্রথমত, কুরআনের আয়াত, শারঈ দু‘আ ও অন্যান্য যে কোনো কিছু দিয়েও তাবীয ঝুলানো বৈধ নয়। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যে ব্যক্তি তাবীয ঝুলায়, সে ব্যক্তি শিরক করে’ (আহমাদ হা/১৭৪২২; সিলসিলা ছহীহা, হা/৪৯২)। এবং তাবীয ঝুলানো ইসলামী শরীআতের দৃষ্টিকোণ থেকে ছোট শিরক হিসেবে পরিগণিত। দ্বিতীয়ত, তাবীয ব্যবহারকারী এমন ইমামের নিকট স্পষ্টভাবে উল্লেখ করা জরুরী যে, তাবীয ঝুলানো শিরক। কেননা সে ইসলাম পরিপন্থী মন্দ আক্বীদা লালনকারী এবং এটার মাধ্যমে তার দ্বারা ফেতনা প্রসারিত হচ্ছে। এরপরেও যদি সে এমন শিরক থেকে বিরত না হয়, তবে তার পিছনে ছালাত আদায় বৈধ হবে না।

প্রশ্নকারী : মো. সোহেল খান

ভালুকা, ময়মনসিংহ।

Magazine