কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১): আমাদের সমাজে এ বিশ্বাস প্রচলিত আছে যে, কোনো বাড়িতে মানুষ মারা গেলে ৩ দিন ঐ বাড়িতে চুলায় আগুন দিতে নিষেধ করা হয়। তাদের ধারণা যে, চুলায় আগুন দিলে যে ব্যক্তি মারা গেছে তার কবরের আযাব বেশি হবে। এ কথা কতখানি সত্য?

উত্তর: কেউ মারা গেলে সেই বাড়িতে রান্না-বান্না করাতে ইসলামে কোনো বিধিনিষেধ নেই। ৩ দিন রান্না করা যাবে না বা চুলায় আগুন দিলে মৃত ব্যক্তির শাস্তি বেশি হবে, এ কথা ভিত্তিহীন। তবে মৃতের পরিবার স্বজন হারানোর বেদনায় শোকাহত থাকার কারণে রান্না-বান্নার দিকে মনোযোগ দিতে পারে না। তাই প্রতিবেশীর উচিত পরিবারটির খাবারের ব্যবস্থা করা। আব্দুল্লাহ ইবনু জা‘ফর রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জা‘ফর রাযিয়াল্লাহু আনহু-এর মৃত্যু সংবাদ এলে নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ‘জা‘ফর এর পরিবারের জন্য তোমরা খানা প্রস্তুত করো। কেননা তাদের কাছে এমন খবর এসেছে যে, তা নিয়ে তারা ব্যতিব্যস্ত রয়েছে’ (তিরমিযী, হা/৯৯৮; ইবনু মাজাহ, হা/১৬১০)।

প্রশ্নকারী : মো. তাহেনুর রহমান 

নয়নপুর, সদর, দিনাজপুর।

Magazine