কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৬) : দিবস পালন করা কি শিরক নাকি বিদআত? জানিয়ে বাধিত করবেন।

উত্তরদিবস পালন করার মানসিকতা একটি সামাজিক কুসংস্কার। দিবস পালন বলতে মানুষ একটি নির্ধারিত দিনে কিছু করতে চায়। যেমন: জন্মদিন ও মৃত্যুদিনে মানুষ আনন্দ করে, শোক পালন করে, খানা-পিনার ব্যবস্থা করে। ঠিক তেমনি নির্ধারিত দিনে মানুষ তাদের বড় সফলতা এসেছে বলে সেদিন নানা ধরনের অনুষ্ঠান পালন করে থাকে, শিক্ষা প্রতিষ্ঠান, কলকারখানা ইত্যাদি বন্ধ রাখে। এরকম নির্ধারিত দিনকে কল্যাণকর মনে করা এবং সেই লক্ষ্যে কিছু করা শিরকের অন্তভুর্ক্ত। আবু ওয়াক্বিদ লাইছী রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, যখন রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের যুদ্ধে বের হলেন, তখন তিনি মুশরিকদের এমন একটি বৃক্ষের নিকট দিয়ে গমন করলেন, যাতে নিজেদের অস্ত্রসমূহ ঝুলিয়ে রাখত। উক্ত বৃক্ষটিকে ‘যাতু আনওয়াত্ব’ বলা হত। এটা দেখে কোন কোন নব্য মুসলিম বলল, হে আল্লাহর রাসূল! ঐ সমস্ত মুশরিকদের ন্যায় আমাদের জন্যও একটি ‘যাতু আনওয়াত্ব’ নির্ধারণ করে দিন। তখন রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘সুবহানাল্লাহ! মূসা আলাইহিস সালাম-এর কওম তাঁকে বলেছিল, আমাদের জন্য এরূপ মা‘বূদ নিধার্রণ করে দিন, যেরূপ ঐ কাফের সম্প্রদায়ের মা‘বূদ রয়েছে। তোমরাও তো সেরূপ কথা বলছো। সেই মহান সত্তার কসম, যার হাতে আমার প্রাণ! নিশ্চয় তোমরা ঐ সমস্ত লোকদের পথ অনুসরণ করে চলবে, যারা তোমাদের পূর্বে অতীত হয়ে গেছে’ (তিরমিযী, হা/২১৮০; মিশকাত, হা/৫৪০৮)। অত্র হাদীছ প্রমাণ করে যে, কোন নির্ধারিত দিনের মাধ্যমে কল্যাণ কামনা করা বা কোন কিছু মনে করে সে দিন পালন করা শিরক। তবে যদি দিবস পালনের পিছনে কোন কল্যাণ, মঙ্গল ও শুভ কিছু হওয়ার নিয়্যাত না থাকে এবং দিবসকে সম্মান করার বিষয়ও না থাকে এমনিতেই স্বাভাবিকভাবে দিবস পালন করে তাহলে সেটি শিরক না হলেও হারাম হবে। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদীনায় আসলেন, তখন দেখলেন মক্কার লোকেরা দু’টি দিনে খেলাধুলা করে। তিনি ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ‘এ দু’টি দিন কী? তারা বলল, আমরা জাহিলিয়্যাতের যুগ থেকেই এ দু’টি দিন পালন করে আসছি। তখন রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে দু’টি দিনকে বাতিল করে মুসলিমদের জন্য দু’টি দিন নির্ধারণ করলেন তাদের খেলাধুলা, আনন্দ ও যিকিরের জন্য। তার একটি হল, ঈদুল ফিতর আর অন্যটি ঈদুল আযহা (আবু দাঊদ, হা/১১৩৪; মিশকাত, হা/১৪৩৯)। অত্র হাদীছ প্রমাণ করে মুসলিমদের জন্য এ দু’টি দিন ছাড়া আর কোন দিন পালনীয় হতে পারে না। আর কোন দিন পালনীয় হলে তা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তোমাদের দু’দিন আর আমার পক্ষ থেকে দু’দিন। কিন্তু তিনি তা না করে মদিনাবাসীর দুই দিনকে বাতিল করে নতুন দুটি দিন দিয়েছেন। যার মাধ্যমে অন্য কোন দিবস পালনের সুযোগ আর ইসলামে নাই।

প্রশ্নকারী : আব্দুর রহমান

নওগাঁ।

 

Magazine