উত্তর : পণ্যের অগ্রিম মূল্য নিয়ে নির্দিষ্ট সময় পরে পণ্য ক্রেতার নিকট অর্পণ করাকে ইসলামী শরীআতে বাইয়ে সালাফ বলা হয়। কিছু শর্তে বাইয়ে সালাফ জায়েয। সেগুলো হলো পণ্যের পরিমাণ নির্দিষ্ট হতে হবে, সময় নির্দিষ্ট হতে হবে। ইবনে আব্বাস রযিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদীনায় আসেন তখন মদীনাবাসী ফলে বা খেজুরে এক, দুই ও তিন বছরের মেয়াদে সালাম (অর্থাৎ অগ্রিম ক্রয়-বিক্রয়) করতেন। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘কোনো ব্যক্তি সালাম (অর্থাৎ অগ্রিম ক্রয়-বিক্রয়) করলে, সে যেন নির্ধারিত পরিমাপে, নির্দিষ্ট ওযনে এবং নির্দিষ্ট মেয়াদে অগ্রিম ক্রয়-বিক্রয় করে’ (ছহীহুল বুখারী, হা/২২৩৯; ছহীহ মুসলিম, হা/১৬০৪)। উপরোক্ত শর্ত মেনে যদি অগ্রিম ইটের কেনাবেচা হয়, তাহলে তাতে শরীআতে কোনো বাধা নেই। তবে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে, ক্রেতা ও বিক্রেতা কারো থেকে যেন কোনো যুলম না হয়।
প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক।