কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪২): গরুকে প্রাকৃতিক প্রজনন বাদ দিয়ে কৃত্রিম প্রজনন করা কি হালাল?

উত্তর: গরুতে কৃত্রিমভাবে প্রজনন করাতে শরীআতে কোনো বাধা নেই। কেননা দুনিয়াবী বিষয়ের ক্ষেত্রে আসল হলো তা হালাল, যতক্ষণ না হারাম হওয়ার কোনো দলীল পাওয়া যাবে। আল্লাহ তাআলা বলেন, ‘তিনিই যমীনে যা আছে সব তোমাদের জন্য সৃষ্টি করেছেন। তারপর তিনি আসমানের প্রতি মনোনিবেশ করে সেটাকে সাত আসমানে বিন্যস্ত করেছেন আর তিনি সবকিছু সম্পর্কে সবিশেষ অবগত’ (আল-বাকারা, ২/২৯)।

প্রশ্নকারী : আব্দুর রাকিব

কুড়িগ্রাম।


Magazine