কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২১) : একই ইমাম ঈদের জামাআতে একাধিক বার ইমামতি করতে পারে কি?ছাহাবায়ে কেরামের জীবনে এরূপ কোনো আমল আছে কি?

উত্তর: একই ইমাম একই ঈদের ছালাত একাধিক বার পড়িয়েছেন মর্মে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার ছাহাবীগণের কোনো আমল পাওয়া যায় না। তবে একই ছালাত একাধিকবার পড়ার বিষয়টি প্রমাণিত। মুআয ইবনু জাবাল রযিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামএর পিছনে ইশার ছালাত পড়তেন এবং নিজ সম্প্রদায়ে গিয়ে আবার তাদের ইমামতি করতেন (ছহীহ বুখারী, হা/৭১১; ছহীহ মুসলিম, হা/৪৬৫; মিশকাত, হা/১১৫০)। এক্ষণে ইমামের অভাবে যদি এরূপ করতে হয়, তাহলে তা শরীআতে জায়েয হবে। কেননা ছালাতুল খওফে রাসূল একদলকে নিয়ে একবার ইমামতি করেছেন। আরেক দলকে নিয়ে তিনি আবার ইমামতি করেছেন (নাসাঈ, হা/১৫৫২)।

প্রশ্নকারী : মীযানুর রহমান

গোমস্তাপুর, চাঁপাই নবাবগঞ্জ।

Magazine