কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৫) : আমার পিতা-মাতা আমার নাম রেখেছিল‌‌ ‘হায়াত’। স্কুলে এবং NID রযিয়াল্লাহু আনহুছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামrd-এ নামআছে ‘আবু হায়াত’।ইসলামিক দৃষ্টিতে‘হায়াত’ বা ‘আবু হায়াত’নামটি রাখা যাবে কি?

উত্তর : এই নাম রাখা যাবে না। কেননা এই নামের অর্থ সুন্দর নয়। তাই এই নাম পরিবর্তন করতে হবে। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কারো নাম সুন্দর অর্থপূর্ণ না হতো তাহলে তা পরিবর্তন করে দিতেন (ছহীহ বুখারী, হা/৬১৯০, ৬১৯১)।

প্রশ্নকারী : আবু হায়াত

শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ।

Magazine