কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৯) : আমি আমার পিতা-মাতার দায়িত্ব পালন করছি। আমি যদি ভালো ভালো বাজার করি আমার মাতা আমার প্রতি অসন্তুষ্ট হয়। আর যদি ভালো বাজার না করি পিতা অসন্তুষ্ট হয়। এমতাবস্থায় আমার করণীয় কি?

উত্তরপিতা-মাতাকে নিজের সাধ্যানুযায়ী উত্তমভাবে তাদের খেদমত করতে হবে। সাধ্যের কম করাও যেমন ঠিক বৈধ হবে না তদ্রুপ সাধ্যের অতিরিক্ত করারও প্রয়োজন নেই।

মুআয রযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দশটি বিষয়ে উপদেশ দিয়েছেন। তিনি বলেছেন... তোমার সাধ্যানুযায়ী তোমার পরিবারের জন্য খরচ করো (আত-তারগীব ওয়াত-তারহীব, হা/৫৭০; মিশকাত, হা/৬১)। মহান আল্লাহ বলেন, ‘তুমি বদ্ধমুষ্টি হয়োনা এবং একেবারে মুক্ত হস্তও হয়োনা; তাহলে তুমি নিন্দিত ও নিঃস্ব হবে’ (আল-ইসরা, ১৭/২৯)। এখানে বদ্ধমুষ্টি অর্থ হচ্ছে কৃপণতা করা আর মুক্ত হস্ত অর্থ অপ্রয়োজনীয় খরচ করা (ইবনে কাসীর)। আর পরিবারের প্রয়োজনে খরচ করার মাধ্যমে ছাদাক্বার ছওয়াব পাওয়া যায়। আবূ মাসউদ রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘কোন মুসলিম যখন ছওয়াবের প্রত্যাশায় তার পরিবার-পরিজনের জন্য খরচ করে। এ খরচ তার জন্য ছাদাক্বা হিসেবে গণ্য হয় (ছহীহ বুখারী, হা/৫৩৫১; ছহীহ মুসলিম, হা/১০০২; নাসাঈ, হা/২৫৪৫; মিশকাত, ১৯৩০)। সুতরাং পিতা-মাতাকে বুঝানোর চেষ্টা করতে হবে। যাতে তারা বিষয়টি বুঝতে পারে এবং উভয় সন্তুষ্ট থাকে।

প্রশ্নকারী : তাজুল ইসলাম

জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর, গাজীপুর সিটি।

 

Magazine