কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৮): আমি ইনকাম করি না। আমার স্বামীও আমার কাছে কোনো টাকা রাখে না বা দেয় না। যা চাই শুধুমাত্র সেটাই দেয়। আমি কীভাবে বেশি দান করতে পারি। আমি কি তাকে না জানিয়ে তার অর্থ থেকে দান করতে পারি?

উত্তর: স্বামীর অনুমতি ব্যতীত স্ত্রী তার স্বামীর সম্পদ থেকে এমন পরিমাণ দান করতে পারে, যাতে তার কোনো ক্ষতি হয় না। আয়েশা রাযিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, হিন্দা নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলল, আবূ সুফিয়ান বড় কৃপণ লোক। কাজেই তার সম্পদ থেকে কিছু নিতে আমি বাধ্য হয়ে পড়ি। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘তোমার ও সন্তানের জন্য যতটা প্রয়োজন ন্যায়সঙ্গতভাবে ততটা নিতে পার’ (ছহীহ বুখারী, হা/৭১৮০)। আয়েশা রাযিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘কোনো স্ত্রী যদি তার ঘর হতে ক্ষতির উদ্দেশ্য ছাড়া খাদ্যদ্রব্য ছাদাকা করে, তবে এ জন্য সে ছওয়াব লাভ করবে আর উপার্জন করার কারণে স্বামীও ছওয়াব পাবে এবং খাজাঞ্চিও অনুরূপ ছওয়াব পাবে। তাদের একজনের কারণে অন্যজনের ছওয়াবে কোনো কমতি হবে না’ (ছহীহ বুখারী, হা/১৪২৫)। এছাড়া নিজের সম্পদ থাকলে সেখান থেকে দান করুন। বেশি বেশি তাসবীহ, তাহলীল, তাহমীদ, তাকবীর পাঠ করুন। কেননা এতে ছাদাকার নেকী অর্জিত হয় (মুসনাদে আহমাদ, হা/২১৪৮২)।

প্রশ্নকারী : আফসানা

যাত্রাবাড়ি, ঢাকা।


Magazine