উত্তর: খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে। খারাপ স্বপ্ন দেখলে বাম দিকে থুথু নিক্ষেপ করে শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে এবং পার্শ্ব পরিবর্তন করে ঘুমাবে, তা কারো কাছে বলবে না। তাহলে এতে কোনো ক্ষতি হবে না। আবূ ক্বাতাদা রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘সৎ ও ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে। আর মন্দ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে। অতএব, তোমাদের কেউ যখন ভীতিকর মন্দ স্বপ্ন দেখে, তখন সে যেন তার বাম দিকে থুথু নিক্ষেপ করে আর শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে। কেননা এরূপ স্বপ্ন তার কোনো ক্ষতি করতে পারবে না’ (ছহীহ বুখারী, হা/৩২৯২; মুসনাদে আহমাদ, হা/২২৬১৭)। আরেক বর্ণনায় আছে, ‘সে যেন পার্শ্ব পরিবর্তন করে ঘুমায়’ (সুনানে আবী দাঊদ, হা/৫০২২)। অন্য বর্ণনায় আছে, ‘সে যেন দাঁড়িয়ে ছালাত আদায় করে’ (ছহীহ মুসলিম, হা/৫৭৯৮)।
প্রশ্নকারী : জামান
ঢাকা।