কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩২): আমি এক ব্যক্তির নিকট থেকে ৬ লক্ষ টাকায় জমি ক্রয় করেছি। ক্রয়েরসময় এই শর্ত হয়েছে যে, এক বছর পর তার নিকটেই ৭ লক্ষ টাকায় জমিটি বিক্রিকরতে হবে। ইসলামের দৃষ্টিতে এরকম ক্রয়-বিক্রয়ে কোনো অসুবিধা আছে কি?

উত্তর: এমন ক্রয়-বিক্রয় বৈধ নয়। কেননা এটি একই বিক্রয়ে দুই বিক্রয়, যা নিষিদ্ধ। আবূ হুরায়রা রাযিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই বিক্রয়ে দুই বিক্রয় করতে নিষেধ করেছেন (নাসাঈ, হা/৪৬৩৬; তিরমিযী, হা/১২৩১)। তাছাড়া এটি সূদকে হালাল করার অপকৌশল। এখানে মূল লক্ষ্য হলো বছর শেষে এক লক্ষ টাকা লাভ পাওয়া। কিন্তু সেটি সরাসরি না নিয়ে বিক্রয়ের একটা কৌশল দাঁড় করিয়ে সেই লাভ করা গ্রহণ করা হলো। সুতরাং এধরনের লেনদেন হালাল নয়।

প্রশ্নকারী : আব্দুল্লাহ

সিরাজগঞ্জ।


Magazine