উত্তর : খানাপিনা করতে সমস্যা না হলে যেভাবে আছে সেভাবে রেখে দিতে হবে। এটি আল্লাহর সৃষ্টি। যাতে পরিবর্তন করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, ‘আল্লাহর ফিতরাত, যার উপর তিনি মানব জাতিকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলার সৃষ্টি রহস্যে কোনো পরিবর্তন নেই। এটাই সরল প্রতিষ্টিত দ্বীন’ (আর-রূম-৩০; ছহীহ বুখারী, হা/১৩৫৮; ছহীহ মুসলিম, হা/২৬৫৮; তাহক্বীক মিশকাত, হা/৯০)। আর যদি খেতে সমস্যা হয় বা অন্য কোনো সমস্যা থাকে তাহলে ওযর হিসাবে নতুন দাঁত সংযোজন করাতে শারঈ কোনো বাধা নেই।
প্রশ্নকারী : হারুন
নীলফামারী।