কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৬): শীতের সময় স্ত্রী সহবাস করে গোসল ব্যতীত ফজরের ছালাত আদায় করা যাবে কি?

উত্তর: স্ত্রী মিলন করে গোসল ব্যতীত ফজরের ছালাত আদায় করা বৈধ নয় এবং তার জন্য গোসল করা ওয়াজিব। এবং কেউ যদি জ্ঞাতসারে গোসল না করে ছালাত আদায় করে, তবে তার ছালাত বিশুদ্ধ হবে না। আল্লাহ তাআলা বলেন, ‘যদি অপবিত্র অবস্থায় থাক, তবে বিধিমতো পবিত্রতা অর্জন করবে’ (আল-মায়েদা, ৫/৬)। আয়েশা রাযিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানাবাতের গোসল করতেন, তখন তিনি দুহাত ধৌত করতেন এবং ছালাতের ওযূর মতো ওযূ করতেন। তারপর গোসল করতেন। পরে তাঁর হাত দিয়ে চুল খিলাল করতেন। চামড়া ভিজেছে বলে যখন তিনি নিশ্চিত হতেন, তখন তাতে তিনবার পানি ঢালতেন। তারপর সমস্ত শরীর ধুয়ে ফেলতেন (ছহীহ বুখারী, হা/২৭২)। তবে পানি ব্যবহারে রোগ বৃদ্ধি কিংবা জীবননাশের আশঙ্কা থাকলে গোসল ও ওযূর পরিবর্তে তায়াম্মুম করতে পারে।

প্রশ্নকারী : তাজুল ইসলাম

বুড়িচং, কুমিল্লা।


Magazine