উত্তর : কোনো দেবতার চরিত্রে অভিনয় করা মুসলিম ব্যক্তির জন্য জায়েয নয়। কেননা কোনো দেবাতার চরিত্রে অভিনয় করা সে দেবতাকে সম্মান করা ও মেনে নেওয়া প্রমাণ হয়। যা উজ্জ্বল শরীআতে স্পষ্ট শিরক। আবু ওয়াক্বিদ লাইছী রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, যখন রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের যুদ্ধে বের হলেন, তখন তিনি মুশরিকদের এমন একটি বৃক্ষের নিকট দিয়ে গমন করলেন, যাতে নিজেদের অস্ত্রসমূহ ঝুলিয়ে রাখত। উক্ত বৃক্ষটিকে ‘যাতু আনওয়াত্ব’ বলা হতো। এটা দেখে কোনো কোনো নব্য মুসলিম বলল, হে আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! ঐ সমস্ত মুশরিকদের ন্যায় আমাদের জন্যও একটি ‘যাতু আনওয়াত্ব’ নির্ধারণ করে দিন। তখন রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘সুবহানাল্লাহ! মূসা আলাইহিস সালাম-এর ক্বওম তাঁকে বলেছিল, আমাদের জন্য এরূপ মা‘বূদ নির্ধারণ করে দিন, যেরূপ ঐ কাফের সম্প্রদায়ের মা‘বূদ রয়েছে। তোমরাও তো সেরূপ কথা বলছো। সেই মহান সত্তার কসম, যার হাতে আমার প্রাণ! নিশ্চয় তোমরা ঐ সমস্ত লোকদের পথ অনুসরণ করে চলবে, যারা তোমাদের পূর্বে অতীত হয়ে গেছে’ (তিরমিযী, হা/২১৮০; মিশকাত, হা/৫৪০৮)। এমতাবস্থায় আল্লাহর কাছে কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে ভবিষ্যতে আর এমন কর্মে লিপ্ত না হওয়ার প্রতিজ্ঞা করে তওবা করতে হবে। তাহলে আশা করা যায় আল্লাহ এই অপরাধ ক্ষমা করবেন (আয-যুমার, ৩৯/৫৩)।