উত্তর : ধীরস্থিরভাবে ছালাত আদায় করতে হবে। এটিই শরীআতের বিধান। ইমামের পূর্বে মুক্তাদীর তাশাহুদসহ যে কোনো দু‘আ পড়া শেষ হলেও ইমামের অনুসরণ বা ইক্তেদা করার জন্য অপেক্ষা করতে হবে। আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘ইমামকে নির্ধারণ করা হয়েছে তার অনুসরণ ও অনুকরণ করার জন্য’ (ছহীহ বুখারী, হা/৬৮৯; ছহীহ মুসলিম, হা/৪১৪; মিশকাত, হা/১১৩৯)। তবে এ সময়ে দরূদ পড়তে পারে।
প্রশ্নকারী : ফজলে আহমাদ
মোহনপুর, রাজশাহী।