উত্তর: শাক-সবজিতে কোনো উশর দেওয়া লাগবে না। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘শাক-সবজিতে কোনো যাকাত (উশর) নেই’ (তিরমিযী, হা/৬৩৮; মিশকাত, হা/১৮১৩)। সুতরাং আলুতে উশর দিতে হবে না। তবে ফসল উঠানোর সময় তা থেকে দান করা উচিত। ছহীহ বুখারীতে এসেছে, আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে গাধা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘এ ব্যাপারে আমার প্রতি কোনো আয়াত নাযিল হয়নি। তবে এ ব্যাপারে একটি পরিপূর্ণ ও অনন্য আয়াত রয়েছে। (তা হলো আল্লাহ তাআলার এ বাণী), ‘কেউ অণু পরিমাণ সৎকর্ম করলে সে তা দেখতে পাবে এবং কেউ অণু পরিমাণ অসৎকর্ম করলে সে তাও দেখতে পাবে’ (আয-যিলযাল, ৯৯/৭-৮) (ছহীহ বুখারী, হা/২৩৭১)। আর এর অর্থ যদি নিছাব পরিমাণ হয় এবং এক বছর অতিক্রম হয়ে যায়, তাহলে শতকরা আড়াই টাকা হারে যাকাত দিতে হবে (আবূ দাঊদ, হা/১৪৭৩)।
প্রশ্নকারী : মো. মমিনুল ইসলাম