কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৯) : মৃত ব্যক্তির ভিডিও কিংবা অডিও লেকচার শোনা যাবে কি?

উত্তর : হ্যাঁ, মৃত ব্যক্তির ভিডিও কিংবা অডিও লেকচার শোনা যাবে। জীবিতাবস্থায় যেমন ব্যক্তির ভিডিও ও অডিও লেকচার শুনে উপকৃত হওয়া যায় তেমনি ব্যক্তি মারা গেলেও তার ভিডিও ও অডিও লেকচার শোনা যায়। কেননা তার লেকচার থেকে যদি জাতি উপকার লাভ করতে পারে তাহলে প্রয়োজনের তাগিদে দ্বীন প্রচারের স্বার্থে ভিডিও লেকচারগুলো মিডিয়ায় রেখে দেওয়া যায় এবং তা থেকে দ্বীনি ইলম হাছিল করা যায়। রসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষ মৃত্যুবরণ করে তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় তিন প্রকার আমল ছাড়া। ১. সদাকাহ জারিয়াহ ২. এমন ইলম যার দ্বারা উপকার হয় ৩. পুণ্যবান সন্তান যে তার জন্যে দু'আ করতে থাকে (ছহীহ মুসলিম, হা/১৬৩১)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যে ব্যক্তি কাউকে কল্যাণের পথ দেখাবে সে ঐ ব্যক্তির সমপরিমাণ ছওয়াব পাবে (ছহীহ মুসলিম, হা/১৮৯৩; মিশকাত, হা/২০৯)।

প্রশ্নকারী : মো. জহুরুল ইসলাম

পোরশা, নওগাঁ।


Magazine