উত্তর : মাহরাম ব্যতীত মহিলাদের জন্য হজ্জসহ যেকোনো ধরনের সফর করা বৈধ নয়। আবু হুরায়রা রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘কোনো মহিলা মাহরাম ব্যতীত এক দিনের সফর করবে না’ (বুখারী, হা/১৮৬২, ৩০০৬; মুসলিম, হা/৮২৭, ১৩৩৮; মিশকাত, হা/২৫১৫ ও ২৫১৩)। সুতরাং হজ্জের সফরে স্বামী অথবা মাহরাম থাকা যরূরী। মাহরাম ছাড়া হজ্জ ফরয হবে না।
প্রশ্নকারী : ফারহান ইবনে আমিন
কলাবাগান, ঢাকা।
