উত্তর : মৃত ব্যক্তিকে কেন্দ্র করে আমাদের সামাজে বহু বিদআত প্রচলিত আছে। যেমন: মাইয়্যেতের নখ কাটা, গুপ্তাঙ্গের লোম পরিষ্কার করা, পেটে চাপ দিয়ে ময়লা বের করা, দাঁত খেলাল করা ইত্যাদি। এগুলো করার ব্যাপারে নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা ছাহাবায়ে কেরাম থেকে কোনো প্রমাণ পাওয়া যায় না। তাছাড়া নখ কাটা, গোঁফ ছাটা ইত্যাদি জীবিত মানুষের ক্ষেত্রে প্রযোজ্য। মানুষ মারা গেলে সে হুকুম পালন করার দায়িত্ব আর থাকে না। সর্বোপরি যেহেতু তা নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা ছাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত নয়, তাই অবশ্যই তা পরিত্যাজ্য।
প্রশ্নকারী : মুসলেম আলী
কুশখালী, সাতক্ষীরা।