কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২২) : যদি কেউ আল্লাহর ইবাদত করারপাশাপাশি অবৈধ সম্পর্কে লিপ্ত থাকে।তাহলে কি তার ইবাদত কবুল হবে?

উত্তর : অবৈধ সর্ম্পকে লিপ্ত থাকা একটি জঘন্য কাজ ও কাবিরা গুনাহ। ইবাদত কবুলের মধ্যে পাপ কাজ থেকে মুক্ত থাকাকে শর্ত করা হয়নি। ইবাদত কবুলের শর্ত দুইটি- ১. নিয়তে একনিষ্ঠতা ও ২. রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর অনুসরণ। তাই বাহ্যিকভাবে তার ইবাদত ছহীহ হয়ে যাবে। তবে তার পাপের কারণে সে গুনাহগার হবে। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যেনাকারী যখন যেনা করে তখন সে আর মুমিন থাকে না’ (ছহীহ বুখারী, হা/২৪৭৫)। অন্য হাদীছে তিনি বলেছেন, ‘বান্দা যখন যেনা করে তখন তার থেকে ঈমান বের হয়ে তার মাথার উপর ঝুলন্ত অবস্থায় থাকে। এরপর যখন সে তা ত্যাগ করে তখন পুনরায় তার কাছে ঈমান ফিরে আসে’ (তিরমিযী, হা/২৬২৫)।

প্রশ্নকারী : মো. হাবিবুর রহমান

জয়পুরহাট


Magazine