উত্তর : না, ওযূ করা লাগবে না। সাথে সাথে কুরআন তেলাওয়াতের জন্য ওযূ করা শর্ত নয়। বরং ওযূ ছাড়াও কুরআন তেলাওয়াত করা যায়। আয়েশা রযিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, ‘রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বাবস্থায় আল্লাহর যিকির করতেন’ (ছহীহ মুসলিম, হা/৩৭৩; সুবুলুস সালাম, ১/১০২, হা/৭২)।
প্রশ্নকারী : নাঈমুল ইসলাম
লালমাই, কুমিল্লা।