কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৭) : ছালাতে একাধিক ছানা একসাথে পড়া যাবে কি? যেমন- (সুবহানাকা আল্লাহুমা...) পড়ে এরপর (আল্লাহুম্মা বাইদ বাইনি...) পড়া।

উত্তরসুন্নাত হলো এক ছালাতে বর্ণিত ছানাগুলোর মধ্যে যেকোনো একটি পাঠ করবে। আবূ হুরায়রা রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরে তাহরীমা ও ক্বিরাআতের মধ্যে কিছুক্ষণ চুপ করে থাকতেন। আমি বললাম, হে আল্লাহর রাসূল! আমার মাতাপিতা আপনার উপর কুরবান হোক, তাকবীর ও ক্বিরাআতের মধ্যে চুপ থাকার সময় আপনি কী পাঠ করে থাকেন? তিনি বললেন, এ সময় আমি বলি,

اللَّهُمَّ بَاعِد بَيْنِي وَبَيْنَ خَطَايَايَ كَمَا بَاعَدْتَ بَيْنَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ، اللَّهُمَّ نَقِّنِي مِنْ خَطَايَايَ كَمَا يُنَقَّى الثَّوْبُ الْأَبْيَضُ مِنَ الدَّنَسِ، اللَّهُمَّ اغْسِلْنِي مِنْ خَطَايَايَ بِالثَّلْجِ وَالْمَاءِ وَالْبَرَدِ

‘হে আল্লাহ! আমার ও আমার গুনাহের মধ্যে এমন ব্যবধান করে দাও যেমন ব্যবধান করেছ পূর্ব এবং পশ্চিমের মধ্যে। হে আল্লাহ! আমাকে আমার গুনাহ হতে এমনভাবে পবিত্র কর যেমন সাদা কাপড় ময়লা থেকে পরিষ্কার হয়। হে আল্লাহ! আমার গুনাহকে বরফ, পানি ও শিশির দ্বারা ধৌত করে দাও (ছহীহ বুখারী, হা/৭৪৪; ছহীহ মুসলিম, হা/৫৯৭)। এছাড়া কোনো বর্ণনাতেই পাওয়া যায় না যে, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই রাকআতে একাধিক ছানা পাঠ করেছেন। সুতরাং একই রাকাআতে একাধিক ছানা পাঠ না করে একটির উপরই সীমাবদ্ধ থাকতে হবে (মাজমু ফাতাওয়া ইবনু উছাইমীন, ১৩/১১২)।

প্রশ্নকারী : শাহরিয়ার ইসলাম

রংপুর


Magazine