কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩) : জাহান্নামে শাস্তি ভোগ করার পরে যেসব তাওহীদপন্থী বান্দাগণ জান্নাতে যাবে তারা কি আল্লাহকে দেখতে পাবে?

উত্তর : হ্যাঁ, দেখতে পাবে। কুরআন ও সুন্নাহ প্রমাণ করে যে, জান্নাতীরা আল্লাহ তাআলাকে দেখবে। যেটি হলো জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত। তবে সেসব দলীলগুলোতে বিশেষ কিছু মানুষদের জন্য আল্লাহর দর্শনকে নির্দিষ্ট করা হয়নি। বরং আমভাবে সকল জান্নাতীদের জন্য তা বলা হয়েছে। আল্লাহ বলেন, ‘সেদিন কোনো কোনো মুখমণ্ডল উজ্জ্বল হবে, তারা তাদের রবের দিকে তাকিয়ে থাকবে’ (আল-ক্বিয়ামাহ, ৭৫/২২-২৩)। জারীর ইবনু আব্দুল্লাহ রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা আমরা নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট উপস্থিত ছিলাম। তিনি রাতে (পূর্ণিমার) চাঁদের দিকে তাকিয়ে বললেন, ‘ঐ চাঁদকে তোমরা যেমন দেখছো, ঠিক তেমনি অচিরেই তোমাদের প্রতিপালককে তোমরা দেখতে পাবে। তাঁকে দেখতে তোমরা কোনো ভিড়ের সম্মুখীন হবে না। কাজেই সূর্য উদয়ের এবং অস্ত যাওয়ার পূর্বের ছালাত আদায় করতে পারলে তোমরা তাই করবে’ (ছহীহ বুখারী, হা/৫৫৪, ছহীহ মুসলিম, হা/৬৩৩)। সুহায়ব রযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ আয়াত তিলাওয়াত করেন, لِلَّذِينَ أَحْسَنُوا الْحُسْنَى وَزِيَادَة ‘যারা কল্যাণকর কাজ করে, তাদের জন্য রয়েছে কল্যাণ এবং আরো অধিক’ (ইউনুস ১০/২৬)। অতঃপর তিনি ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘জান্নাতীরা জান্নাতে এবং জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করার পর এক ঘোষণাকারী ডেকে বলবে, হে জান্নাতবাসীগণ! নিশ্চয় তোমাদের জন্য আল্লাহ তাআলার একটি প্রতিশ্রুতি রয়েছে যা তিনি এখন পূর্ণ করবেন। তারা বলবে, তা কী? আল্লাহ তাআলা কি আমাদের (সৎকর্মের) পাল্লা ভারী করেননি, আমাদের চেহারাগুলো আলোকিত করেননি, আমাদেরকে জান্নাতে প্রবেশ করাননি এবং জাহান্নাম থেকে মুক্তি দেননি? রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘তখন আল্লাহ তাআলা আবরণ উন্মুক্ত করবেন এবং তারা তাঁর দিকে তাকাবে। আল্লাহর শপথ! আল্লাহ তাদেরকে তার দর্শনের চেয়ে অধিক প্রিয় ও নয়নপ্রীতিকর আর কিছু দান করেননি’ (ইবনু মাজাহ, হা/১৮৭, মুসনাদে আহমাদ, হা/১৮৯৪১)। এই হাদীছদ্বয়ে সকল জান্নাতীদেরকে উদ্দেশ্য করে সেই ঘোষণা দিয়ে কথাগুলো বলা হয়েছে, যাতে বিশেষ কোনো ব্যক্তিদেরকে উদ্দেশ্য করা হয়নি। সুতরাং জাহান্নামে শাস্তি ভোগ করার পরে যেসব তাওহীদপন্থী বান্দাগণ জান্নাতে যাবে তারাও আল্লাহকে দেখতে পাবে।

প্রশ্নকারী : আব্দুল কাদের

পাটনা, ভারত।


Magazine