উত্তর : হ্যাঁ; উক্ত কথাটি সঠিক। রামাযান মাসে উমরা পালনকারী ব্যক্তি হজ্জের বা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম–এর সাথে হজ্জ করার ছওয়াব পেয়ে থাকেন। ইবনু আব্বাস রাযিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, فَإِنَّ عُمْرَةً فِى رَمَضَانَ تَقْضِى حَجَّةً مَعِى ‘রমাযান মাসে একটি উমরা আদায় করা একটি ফরয হজ্জ আদায় করার সমান অথবা বলেছেন, আমার সাথে একটি হজ্জ আদায় করার সমান’। (ছহীহ বুখারী, হা/১৮৬৩; ছহীহ মুসলিম, হা/১২৫৬; মিশকাত, হা/২৫০৯)।
প্রশ্নকারী : আবুল কাশেম
চাঁদপুর কাচারী, জামালপুর সদর, জামালপুর।