কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৯) : রাতে ঘুম ভাঙেনি এবং ছিয়াম পালনেরও নিয়্যত করতে পারেনি এ অবস্থায় সূর্য উঠে গেছে। এমতাবস্থায় করণীয় কী?

উত্তর : এমতাবস্থায় ছিয়াম থাকতে হবে। কারণ দিনেও ছিয়ামের নিয়্যত করা যায়। আয়েশা রাযিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, একদিন নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে এসে বললেন, তোমার নিকট (খাবার) কিছু আছে কি? আমি বললাম না, কিছুই নেই। তিনি বললেন, তাহলে আমি (আজ) ছিয়াম রাখলাম (ছহীহ মুসলিম, হা/১১৫৪; তিরমিযী, হা/৭৩৩; নাসাঈ, হা/২৩২৭; আবূ দাঊদ, হা/২৪৫৫; মিশকাত, হা/২০৭৬)। এই হাদীছ প্রমাণ করে যে, না খেয়েও ছিয়াম রাখা যায়।

-আসাদুল্লাহ

শার্শা, যশোর।


Magazine