কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৩) : আমি পশ্চিমবঙ্গের কলকাতার একজন শিক্ষার্থী, বর্তমানে আমাদের রাজ্যের সরকার স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প শুরু করেছে, এটা কি ইসলামী দৃষ্টিতে বৈধ?

উত্তর: সম্প্রতি West Bengal Student Credit Card Scheme in Bengali- WBSCCS সিস্টেম চালু করেছে। যার মাধ্যমে একজন ছাত্রকে স্বল্প সূদে (অর্থাৎ ৪%- ৩%) পড়া-লেখার আর্থিক সুবিধা দেওয়া হয়। এ অর্থ তারা শুধুমাত্র পড়া-লেখার ক্ষেত্রে ব্যয় করতে পারে। অন্য কোথাও নয়। এধরণের প্রকাশ্য সূদের ঘোষণাদানকারী ব্যাংকের ক্রেডিট কার্ড ইসলাম সমর্থন করে না। কেননা সূদ সামান্য হলেও হারাম। জাবের (রা.) থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, সুদ গ্রহীতার উপর, সুদদাতার উপর, এর লেখকের উপর ও উহার সাক্ষীদ্বয়ের উপর এবং বলেছেন এরা সকলেই সমান (ছহীহ মুসলিম, হা/১৫৯৮)। সুতরাং এসব ফাঁদ থেকে বেঁচে থাকা আবশ্যক।


প্রশ্নকারী : গাযী আবূ যার

পশ্চিমবঙ্গ, ভারত।

Magazine