কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩): আমীর (রাষ্ট্রপ্রধান) যদি মুশরিক (তাগূতের অনুসারী) হয়, সেক্ষেত্রে একজন মুসলিম নাগরিকের করণীয় কী? মুশরিক (তাগূতের অনুসারী) আমীর (রাষ্ট্রপ্রধান)-কে ট্যাক্স দেওয়া যাবে কি? মুশরিক আমীরের মানব রচিত আইন মানা যাবে কি? এসকল ক্ষেত্রে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর দিকনির্দেশনা কী?

উত্তর: সরকার যদি অমুসলিম হয়, তাহলে একজন মুসলিম তার দেশে বসবাস করলে সম্ভবপর সরকারি নিয়ম মেনেই তাকে চলতে হবে। তাতে যদি কোনো জায়গায় ইসলামকে অস্বীকার করতে হয়, তাহলে সেখানে থাকা যাবে না। আর সরকার যদি মুসলিম হয় এবং ছালাতকে অস্বীকার না করে, তাহলে সম্ভবপর সে সরকারের নিয়মকানুন মেনেই চলতে হবে। উম্মু সালামা রাযিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘তোমাদের উপর এরূপ কতিপয় আমীর নিযুক্ত করা হবে (যারা ভালো-মন্দ উভয় কাজই করবে), তোমরা তা বুঝতে পারবে এবং অপছন্দও করবে। যে তাদের অপছন্দ করল, সে মুক্তি পেল এবং যে প্রত্যাখ্যান করল, সে নিরাপদ হলো। কিন্তু যে (তাদের প্রতি) সন্তুষ্ট থাকল এবং অনুসরণ করল, সে ক্ষতিগ্রস্ত হলো’। লোকেরা জানতে চাইল, হে আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! আমরা কি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব না? তিনি বললেন, ‘না, যতক্ষণ তারা ছালাত আদায়কারী থাকবে’ (ছহীহ মুসলিম, হা/১৮৫৪)। আব্দুল্লাহ ইবনু মাসঊদ রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেছেন, ‘আমার পরে তোমরা অবশ্যই এমন স্বার্থপর শাসক ও শরীআহ বিরোধী কাজ দেখতে পাবে, যা তোমরা পছন্দ করবে না’। তারা জিজ্ঞাসা করল, হে আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! তাহলে আমাদের জন্য কী হুকুম করছেন? উত্তরে তিনি বললেন, ‘তাদের হক্ব পূর্ণরূপে আদায় করবে আর তোমাদের হক্ব আল্লাহর কাছে চাইবে (ছহীহ বুখারী, হা/৭০৫২)।

প্রশ্নকারী : অনিক ইবনে হাসান।



Magazine