উত্তর : জুমআর খুৎবা দাঁড়িয়েই দিতে হবে। জাবের ইবনু সামুরা রযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে খুৎবা দিতেন। মাঝে একবার রযিয়াল্লাহু আনহু বসতেন, অতঃপর (দ্বিতীয় খুৎবা দিতে) দাঁড়াতেন (নাসাঈ, হা/১৪১৭)। তবে নির্ধারিত খত্বীবের পক্ষে দাঁড়িয়ে খুৎবা দেওয়া সম্ভব না হলে অন্য কেউ খুৎবা দিবেন।
প্রশ্নকারী : নিয়ামুল হাসান
শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ।
