কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৫) : আমার মা পাইলসের রুগী। এজন্য তিনি এক মহিলার নিকট থেকে একটা গাছের শেকড় তাবিযের মতো করে কোমরে ঝুলিয়ে রেখেছেন। এখন এটা কি তা’বীয? এটা ঝুলানো কি জায়েয? যদি তাবিয হয় তাহলে আমি কীভাবে তাকে বুঝাব?

উত্তর : রোগ মুক্তি, নারী-পুরুষের মাঝে সম্পর্ক স্থাপনসহ যেকোনো উদ্দেশ্যে সুতা, গাছের ছিলকাসহ ধাতব যা কিছু শরীরে ঝুলানো হয় তাই তাবিয। আর তাবিয ঝুলানো সরাসরি শিরক। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি তাবিয ঝুলাল সে শিরক করল’ (মুসনাদে আহমাদ, হা/১৭৪৫৮)। তাবিয ঝুলানোর দ্বারা অবসন্নতা ‍বৃদ্ধি পায়। ইমরান ইবনু হুসাইন রযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির হাতে পিতলের বালা পরিহিত দেখে জিজ্ঞেস করেন, এই বালাটা কী? সে বললো, এটা অবসন্নতা জনিত রোগের জন্য ধারণ করেছি। তিনি বলেন, এটা খুলে ফেলো। অন্যথায় তা তোমার অবসন্নতা বৃদ্ধিই করবে (ইবনু মাজাহ, হা/৩৫৩১)দ্বিতীয়ত, তাবিয মানুষের কোনো উপকার করতে পারে না। মহান আল্লাহ বলেন, ‘আর যদি আল্লাহ আপনাকে কষ্ট দেন তবে তিনি ব্যতীত তা অপসারণকারী কেউ নেই’ (আল-আন’আম, ৬/১৭)। আপনি আপনার মাকে তাবিয শিরক বা এর ভয়াবহতা বিষয়ক বই কিনে দিতে পারেন। আপনি নিজে তাকে মৃত্যুর পর শিরককারীর পরিণতি সম্পর্কে নছীহার মাধ্যমে বোঝানোর চেষ্টা করুন। আল্লাহ চাহেন তো বুঝার তাওফীক্ব দান করবেন; ইনশা-আল্লাহ!

প্রশ্নকারী : আমাতুল্লাহ

কবিরহাট, নোয়াখালী।

Magazine