কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩): মৃত্যুর পর মানুষের আত্মা কোথায় থাকে? ভালো-খারাপ সব আত্মা কি এক জায়গায় থাকে?

উত্তর: মৃত্যুর পর শহীদ ও মুমিনদের রূহসমূহ জান্নাতে থাকে। মাসরূক রাহিমাহুল্লাহ বলেন, আমি আব্দুল্লাহ রাযিয়াল্লাহু আনহু-কে এ আয়াতটি সম্পর্কে জিজ্ঞেস করলাম যাতে আল্লাহ তাআলা বলেন, ‘যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছে তাদেরকে কখনো তোমরা মৃত মনে করো না; বরং তারা জীবিত, তাদের প্রতিপালকের নিকট থেকে তারা জীবিকাপ্রাপ্ত’ (আলে ইমরান, ৩/১৬৯)। আব্দুল্লাহ রাযিয়াল্লাহু আনহু বলেন, আমি এ আয়াত সম্পর্কে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞেস করেছিলাম। তখন তিনি বললেন, ‘তাদের রূহসমূহ সবুজ পাখির দেহে অবস্থান করে, যা আরশের সাথে ঝুলন্ত দীপাধারে বাস করে। জান্নাতের সর্বত্র তারা যেখানে চায় সেখানে বিচরণ করে’ (ছহীহ মুসলিম, হা/১৮৮৭)। ‍আব্দুর রহমান ইবনু কা‘ব আল-আনছারী রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তার পিতা বর্ণনা করেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘মুমিন ব্যক্তির রূহ একটি পাখির আকৃতিতে জান্নাতের বৃক্ষে যুক্ত থাকবে। শেষে উত্থিত হওয়ার দিন তার রূহ তার দেহে ফিরে আসবে’ (ইবনে মাজাহ, হা/৪২৭১)। আর পাপিষ্ঠদের রূহ বারযাখী জীবনে অবস্থান করছে। তবে তাদের সকাল-সন্ধ্যায় শাস্তি দেওয়া হয়। আল্লাহ তাআলা বলেন, ‘সকাল-সন্ধ্যায় ওদেরকে আগুনের সম্মুখে উপস্থিত করা হয় এবং যেদিন কিয়ামত ঘটবে (সেদিন ফেরেশতাদেরকে বলা হবে), ফেরাউন সম্প্রদায়কে কঠিন শাস্তিতে নিক্ষেপ করো’ (গাফির, ৪০/৪৬)।
প্রশ্নকার : মেহেদী হাসান
গাজীপুর।
Magazine