কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১০) : কাপড়ে অপবিত্র কিছু লেগে শুকিয়ে গেলে সেই কাপড়ে পরবর্তীতে ছালাত আদায় করলে হবে কি, দলীলসহ জানতে চাই।

উত্তর : কোনো অপবিত্র বস্তু যদি কাপড়ে লেগে থাকে, তাহলে তা শুকিয়ে গেলেও জেনেশুনে সেই কাপড় পরিধান করে ছালাত আদায় করা যাবে না। বরং সেই অপবিত্র বস্তু ধুয়ে বা তুলে ফেলে পরিষ্কার করতে হবে। আল্লাহ তাআলা তার নবীকে বলেন, ‘আপনি আপনার পোশাককে পবিত্র রাখুন, (আল-মুদ্দাসসির, ৭৪/৪)।’ আসমা বিনতু আবী বাকর সিদ্দীক রাযিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, একজন মহিলা নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট হায়িযের রক্ত লাগা কাপড়ের বিধান সম্পর্কে প্রশ্ন করলেন। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, “আঙ্গুল দিয়ে খুঁটে খুঁটে তা তুলে ফেলো, অতঃপর তাতে পানি গড়িয়ে দাও, তারপর তা পরিধান করে ছালাত আদায় করো (আবূ দাউদ, হা/৩৬২, তিরমিযী, হা/১৩৮)।”
প্রশ্নকারী : এম নাঈম

ঢাকা।


Magazine