কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৮) : কৃষি জমি হতে উৎপাদিত বিভিন্ন ধরণের সবজি যেমন. আখ, কলা, রসুন, পিঁয়াজ, মুলা ইত্যাদি বিক্রয়ের যোগ্য হওয়ার পর কৃষক জমিতে থাকাবস্থায় ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে দেয়। পরবর্তীতে ব্যবসায়ীরা জমি থেকে উঠিয়ে বাজারে বিক্রয় করে। এমন ক্রয়-বিক্রয় বৈধ হবে কি?

উত্তর : হ্যাঁ, বৈধ হবে। কেননা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফল-মূল পরিপক্ক হওয়ার পূর্বে বিক্রি করতে নিষেধ করেছেন। আনাস ইবনু মালেক রযিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফল পরিপক্ক হওয়ার পূর্বে বিক্রি করতে নিষেধ করেছেন এবং খেজুরগাছে খেজুর রেখে বিক্রি করতে নিষেধ করেছেন যতক্ষণ তা খাওয়ার উপযুক্ত না হয়। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞাসা করা হল, উপযুক্ত হওয়ার ব্যাখ্যা কী? তিনি বললেন, লাল অথবা হলুদ বর্ণ ধারন করা (ছহীহ বুখারী, হ/২১৯৭)। এ হাদীছ থেকে বুঝা যায়, ফল-ফসল খাওয়ার উপযুক্ত হলে গাছে রেখে বিক্রি করা যায় এবং ব্যবসায়ী তার ইচ্ছামতো গাছ থেকে ফল সংগ্রহ করে বিক্রি করতে পারে।

প্রশ্নকারী : মো. নাহিদ আলী

চারঘাট, রাজশাহী।


Magazine