কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৫):চীনে পড়াশোনা শেষে এখন অনির্দিষ্ট সময়ের জন্য সেখানে মেহমান হিসেবে আছি। এ অবস্থায় কি কছর করব, নাকি পূর্ণ ছালাত আদায় করব? আর জাহাজে নাবিক অবস্থায় ছালাতের হুকুম কী?

উত্তর: প্রশ্ন থেকে বুঝা যাচ্ছে যে, আপনি চীনে পড়াশোনার জন্য মুকীম ছিলেন, এখন পড়াশোনা শেষ; তবে কবে দেশে ফেরত আসবেন এটা এখনো অনির্ধারিত। সেক্ষেত্রে আপনি এখনো চীনে মুকীম হিসেবেই আছেন। আপনি ছালাত পূর্ণ করবেন। আর একজন নাবিক চলন্ত জাহাজে টানা সফরের ওপরেই থাকেন। এমতাবস্থায় যতদিন সফরে থাকবেন কছর করবেন। কোথাও মুকীম না হলে এই বিধান চলমান থাকবে। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকে ২০ দিন অবস্থান করেন, এসময় তিনি ছালাতকে কছর করেন (আবূ দাঊদ, হা/১২৩৫, ছহীহ)। আব্দুল্লাহ ইবনু উমার রাযিয়াল্লাহু আনহুমা আজারবাইজানে জিহাদের জন্য ৬ মাস অবস্থান করেন, এসময় তিনি কছর করেন (আস-সুনানুল কুবরা, হা/৫৪৭৬)।

প্রশ্নকারী : নাফিজ ইফরান

বুড়িচং, কুমিল্লা।


Magazine