কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৫) : অছীলা কাকে বলে? শরী‘আতে কোন কোন অছীলা বৈধ আর কোন কোন অছীলা অবৈধ?

উত্তর: কোন উদ্দেশ্যে পৌঁছার জন্য মাধ্যম গ্রহণ করাকে ‘অছীলা’ বলে। এটি দুই প্রকার। (ক) শরী‘আত সম্মত সঠিক অছীলা। (খ) শরী‘আত বহির্ভূত অছীলা। প্রথম প্রকারের অছীলা আবার কয়েক প্রকার। (১) আল্লাহর গুণবাচক নামগুলোর মাধ্যমে অছীলা গ্রহণ করা (মুসনাদে আহমাদ, হা/৩৭১২; মিশকাত, হা/২৪৫২; সিলসিলা ছহীহা, হা/১৯৯, সনদ ছহীহ)। (২) আল্লাহর গুণাবলীর মাধ্যমে অছীলা গ্রহণ করা (নাসাঈ, হা/১৩০৫-১৩০৬; মিশকাত, হা/২৪৯৭, সনদ ছহীহ)। (৩) আল্লাহ এবং তাঁর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর প্রতি ঈমান আনয়নের মাধ্যমে অছীলা করা (আলে-ইমরান ১৯০-১৯৩)। (৪) সৎ আমলের অছীলা দিয়ে আল্লাহর কাছে দু‘আ করা (ছহীহ বুখারী, হা/২২৭২)। (৫) নিজের অবস্থা আল্লাহর কাছে তুলে ধরে অছীলা দেয়া। যেমনটি যাকারিয়া আলাইহিস সালাম নিজের দুর্বলতা তুলে ধরে অছীলা দিয়েছিলেন (মারইয়াম, ৪)। (৬) সৎকর্মশীলদের দু‘আর অছীলা দেয়া (ছহীহ বুখারী, হা/১০১০, ১/১৩৭ পৃ. (ইফাবা হা/৯৫৫, ২/২৩৫ পৃ.); মিশকাত, হা/১৫০৯)। দ্বিতীয় প্রকার অছীলা শরী‘আত বহির্ভূত। যেমন মৃত ব্যক্তির অছীলা দেয়া, তথাকথিত বিভিন্ন অলি-আওলিয়ার অছীলা করা ইত্যাদি। অনুরূপভাবে নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সম্মানের অছীলাও জায়েয নেই (ফৎওয়া আরকানুল ইসলাম, প্রশ্ন-৯৩)।

প্রশ্নকারী : সোলাইমান

দিনাজপুর।

 

Magazine