উত্তর : আল্লাহকে তার নির্ধারিত নামেই ডাকতে হবে। কেননা নামের কখনো পরিবর্তন হয় না এবং অর্থের বিবেচনায় নাম বাদ দিয়ে উক্ত নামের অর্থ নাম হতে পারে না। যেমন: আব্দুল্লাহ নামের ব্যক্তিকে আব্দুল্লাহ-ই ডাকতে হবে অর্থের বিবেচনায় আল্লাহর বান্দা বলে সম্বধোন করার দ্বারা উদ্দেশ্যে পুরণ হবে না। আর আল্লাহর নামের ক্ষেত্রে তো এমনটি করাই যাবে না। কেননা আল্লাহ তাঁকে তাঁর নির্ধারিত নামে ডাকার আদেশ করেছেন। মহান আল্লাহ বলেন, ‘আর আল্লাহর রয়েছে সব উত্তম নাম। কাজেই সে নাম ধরেই তাঁকে ডাকো। আর যারা তাঁর নাম সম্বন্ধে বক্রপথে চলে তাদেরকে বর্জন করো, তাদের কৃতকর্মের ফল তাদেরকে দেওয়া হবে’ (আল-আ’রাফ, ১৮০)। আবূ হুরায়রা রযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আল্লাহর নিরানব্বই অর্থাৎ এক কম একশটি নাম রয়েছে, যে ব্যক্তি তা স্মরণ রাখবে সে জান্নাতে প্রবেশ করবে’ (তিরমিযী, হা/৩৫০৭)।
প্রশ্নকারী : আহসানুল্লাহ
মণ্ডলপাড়া, গোপীনাথপুর।