উত্তর: শারীরিক ও আর্থিকভাবে সামর্থ্যবান ব্যক্তির উপর হজ্জ ফরয। যে ব্যক্তি বায়তুল্লাহয় যাওয়া-আসার ভাড়া এবং ফিরে আসা পর্যন্ত সেখানে থাকা-খাওয়াসহ অন্যান্য জরুরী খরচ বহনে সক্ষম আর এ সময়ে পরিবারের কাছেও চলার মতো ব্যবস্থা থাকে তাহলে তাকে হজ্জ করতে হবে (ফাতাওয়া লাজনা দায়েমা, ১১/৩০)। মানুষদের মধ্যে যার সেখানে যাওয়ার সামর্থ্য আছে আল্লাহর উদ্দেশ্যে ঐ গৃহের হজ্জ করা তার (পক্ষে) অবশ্য কর্তব্য’ (আলে ইমরান, ৩/৯৭)। সুতরাং উপর্যুক্ত শর্ত সাপেক্ষে জমি বিক্রি করে হলেও হজ্জ করা উচিত।
প্রশ্নকারী : আসাদুজ্জামান
যশোর।