কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩০): ইসলামে পাগড়ি পরারবিধানকী?

উত্তর: পাগড়ি পরিধান করা ইসলামে একটি শিষ্টাচারগত বিষয়। পরলে নেকি হবে, না পরলে গুনাহ হবে বিষয়টি এমন নয়। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সময় আরব মুসলিম ও অমুসলিম সকলে পাগড়ি পরত। জাবির ইবনু আব্দুল্লাহ রাযিয়াল্লাহু আনহু-এর সূত্রে বর্ণিত, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন কালো পাগড়ি পরিহিত অবস্থায় মক্কায় প্রবেশ করেন (ছহীহ মুসলিম, হা/৩২০১)। পাগড়ি পরিধানের ফযীলতের ব্যাপারে কোনো ছহীহ হাদীছ পাওয়া যায় না।

প্রশ্নকারী : মেহেদী হাসান 

পত্নীতলা, নওগাঁ।


Magazine