কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩) : মানহাজ কাকে বলে? মানহাজ কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য? জনৈক আলেম বলেন, প্রত্যেক মুসলিমের উপর সালাফী মানহাজ অনুসরণ করা আবশ্যক। প্রশ্ন হলো সালাফী মানহাজ বলতে কী বুঝায়?

উত্তর: মানহাজ শব্দের আবিধানিক অর্থ: পথ বা চলার পথ, সরল পথ। আর সালাফী মানহাজ বলতে, পূর্ববর্তীগণ তথা নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছাহাবী, তাবেঈগণ যে পথের উপর ছিলেন তাকেই সালাফী বা সালফদের মানহাজ বলা হয়। আর ছাহাবীগণের মানহাজ কী ছিল তা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। তিনি বলেন, ‌مَا ‌أَنَا ‌عَلَيْهِ ‌وَأَصْحَابِي অর্থাৎ ‘আমি এবং আমার ছাহাবীগণ যে পথের উপর আছি’ (তিরমিযী, হা/২৬৪১)। সুতরাং জীবনের সকল ক্ষেত্রে সালাফী মানহাজ ও আক্বীদার উপর থাকা প্রত্যেকের উপর জরুরি।

প্রশ্নকারী : আক্বীমুল ইসলাম

জোত পাড়া, ঠাকুরগাঁও।

 

Magazine