কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৯): আমি টেইলারের কাজ করি। অনেক সময় ব্লাউজ বা থ্রি-পিস এমনভাবে বানাতে হয় যা শরীআতের দৃষ্টিতে পর্দার সাথে মানানসই নয়। আমি মানুষকে বুঝালেও তারা শোনে না। এভাবে পোশাক বানালে কি আমার গুনাহ হবে?

উত্তর: স্বাভাবিকভাবে পোশাক বানানো হালাল কাজ। অনেক সময় কিছু পোশাক থাকে, যেগুলো মানুষ কীভাবে ব্যবহার করবে তা অন্যের পক্ষে নিশ্চিতভাবে জানা সম্ভব নয়। যেমন ব্লাউজ সে বাড়িতে তার স্বামীর সামনেও পরিধান করতে পারে। বাহিরে বের হলে বোরখা পরিধান করেও বের হতে পারে। সুতরাং শুধু সন্দেহের বশবর্তী হয়ে হালাল কাজকে হারাম মনে করার দরকার নাই।


Magazine