কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৯) : কেউ যদি মৃত্যুর পূর্বে অছিয়ত করে যায় যে, আমার মৃত্যুর পর অমুক ব্যক্তি আমাকে মাটি দিতে পারবে না, তাহলে কি তার এই অছিয়ত পূর্ণ করা যাবে?

উত্তর : না, তার এ অছিয়ত পূর্ণ করা যাবে না। এ ধরনের অছিয়ত বৈধ হবে না। কারণ এটা শরীআত পরিপন্থী কাজ। আর মৃত প্রায় ব্যক্তির জন্য বৈধ হবে না এ ধরনের অছিয়ত করা। ইমাম কুরতুবী রহিমাহুল্লাহ বলেন, এতে কোনো দ্বিমত নাই যে, কেউ শরীআত বিরোধী অছিয়ত করলে তার সে অছিয়ত পূর্ণ করা বৈধ হবে না। যেমন- মদ্যপান করা, শুকরের গোশত খাওয়া অথবা অন্য কোনো গুনাহের কাজের অছিয়ত করা যেমনটি এক-তৃতীয়াংশের বেশি সম্পদের অছিয়ত পূর্ণ করা বৈধ নয় (তাফসীরে কুরতুবী, ২/২৯৬)। তাছাড়া এখানে একজন মুসলিম ব্যক্তিকে তার জানাযার ছালাতে শরীক হতে, তার জন্য ক্ষমা প্রার্থনা করা থেকে ও নেকী থেকে বঞ্চিত করা হচ্ছে। এ সবকিছু নিষিদ্ধ কাজ।

প্রশ্নকারী : মাসূদ রানা

সরিষাবাড়ি,,জামালপুর


Magazine