কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৩) : মুহাম্মাদ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত অন্যান্য নবী-রাসূলগণের নাম শুনে বলতে হয় ‘আলাইহি ওয়া সাল্লাম’। কিন্তু তাঁর নাম শুনলে বলতে হয় ‘ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’। এর কোনো কারণ আছে কি?

উত্তর : না, এর বিশেষ কোনো কারণ পাওয়া যায় না। তবে মুহাম্মাদ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর প্রতি দরূদ পাঠের বিশেষ ফযীলত ও মর্যাদার কথা বর্ণিত হয়েছে, যা পূর্ববর্তী নবীগণের ক্ষেত্রে উল্লেখ করা হয়নি। আনাস রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি আমার প্রতি একবার দরূদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর দশবার রহমত নাযিল করবেন। তার দশটি গুনাহ মাফ করে দেয়া হবে আর আল্লাহর নৈকট্যের জন্য দশটি মর্যাদা বাড়িয়ে দেওয়া হবে (নাসাঈ, হা/১২৯৭; মিশকাত, হা/৯২২)। উল্লেখ্য যে, অন্যান্য নবী-রাসূলগণের ক্ষেত্রে শুধু ‘আলাইহি ওয়া সাল্লাম’ বলতে হয় একথা ঠিক। তবে তাদের কারো কারো ক্ষেত্রে ‘ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’ও ব্যবহার হয়েছে (ছহীহ বুখারী, হা/৭৮)।

প্রশ্নকারী : শোয়াইব

কাতলাসেন, ময়মনসিংহ।


Magazine