উত্তর: পুরুষ-মহিলা উভয়ের ক্ষেত্রেই ছালাত শুদ্ধ হওয়ার জন্য শর্ত হলো সতর ঢেকে রাখা। কোনো ব্যক্তি যদি সতর ঢেকে ছালাত আদায় করে এবং ছালাতের মাঝে অনিচ্ছাকৃতভাবে বা অজ্ঞাতবশত সতর খুলে যায়, তাহলে ছালাত বাতিল হবে না। যদিও লম্বা খুলে থাকে (কাশফুল কেনা, ২/১৩৫)। আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা যথাসাধ্য আল্লাহকে ভয় করো’ (আত-তাগাবুন, ৬৪/১৬)। আমর বিন আবূ সালামা রাযিয়াল্লাহু আনহু বলেন, আমার পরনে ছিল শুধু একটি চাদর। আমি যখন সাজদায় যেতাম, তখন চাদরটি আমার শরীর হতে সরে যেত। আমাদের জাতির একজন মহিলা (এ অবস্থা দেখে) বলল, আমাদের সামনে হতে তোমরা তোমাদের ইমামের লজ্জাস্থান ঢেকে দিচ্ছ না কেন? জাতির লোকেরা যখন কাপড় খরিদ করল এবং আমার জন্য জামা বানিয়ে দিল, এ জামার জন্য আমার মন এমন খুশি হলো যা আর কখনো হয়নি (ছহীহ বুখারী, হা/৪০৫১)।
প্রশ্নকারী: মো. রাহুল