উত্তর : পিতা-মাতার সাথে সর্বদায় ভালো ব্যবহার করতে হবে। মহান আল্লাহ বলেন, ‘তোমরা তাদের (পিতা-মাতাকে) উফ শব্দ বলো না এবং ধমক দিয়ো না, তাদের সাথে নরম ভাষায় কথা বলো’ (আল-ইসরা, ১৭/২৩)। পিতা-মাতা মুশরিক হলেও তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে, খারাপ ব্যবহার করা যাবে না। মহান আল্লাহ বলেন, ‘যদি তারা তোমাকে আামার সাথে শিরক করতে পিড়াপিড়ি করে যার ব্যাপারে তোমার কোনো জ্ঞান নেই, তাহলে তুমি তাদের আনুগত্য করো না, তবে তাদের সাথে দুনিয়ায় ভালো ব্যবহার করো’ (লুক্বমান, ৩১/১৫)। আসমা বিনতু আবূ বকর বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর যামানায় আমার মুশরিকা মা আমার নিকট আসত। আমি এ ব্যাপারে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট ফতওয়া জিজ্ঞস করে বললাম, আমার মা আমার কাছে আসে, সে ইসলাম বিদ্বেশী। আমি কি তারা সাথে সম্পর্ক বজায় রাখব? তিনি বললেন, হ্যাঁ, তুমি তোমার মায়ের সাথে সদাচারণ করো। অন্যায় দেখলে তার প্রতিবাদ করতে হবে একথা ঠিক। তবে গালিগালাজ করে প্রতিবাদ করা এটা নীতি বিরুদ্ধ কাজ।
প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক।