কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৭) :আমি একটা ব্যবসা শুরু করতে চাই। আমার হাতে কিছু টাকা আছে, সেটাদিয়ে দোকান নেওয়া ও দোকান সাজানোর কাজ করা হলো। এখন কিছু মালামালকিনতে হবে। সেটার জন্য টাকার প্রয়োজন। এমতাবস্থায় আমি কারো কাছে টাকাধার চাইলে কেউ ধার দিতে রাজী নয়। এখন আমার জন্য একটাই পথ খোলা সেটাহলো ব্যাংক থেকে ঋণ নেওয়া। আমি জানি ঋণ নিলেই সূদের কারবারের সাথেজড়িয়ে পড়ব। পরামর্শ চাই এখন আমি কী করতে পারি?

উত্তর : এমতাবস্থায় আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর ওপর ভরসা করে হালাল পন্থায় চেষ্টা চালিয়ে যেতে হবে। কেননা আল্লাহ তাআলা বলেন, ‘আর যে কেউ আল্লাহর তাক্বওয়া অবলম্বন করে আল্লাহ তার জন্য (উত্তরণের) পথ করে দেবেন এবং তিনি তাকে এমন উৎস থেকে রিযিক দিবেন যা সে কল্পনাও করতে পারবে না। আর যে আল্লাহর ওপর তাওয়াক্কুল করে আল্লাহই তার জন্য যথেষ্ট’ (আত-তালাক, ৬৫/২-৩)। কিন্তু কোনোভাবেই সূদের সাথে সম্পৃক্ত হওয়া যাবে না। কেননা আল্লাহ সূদকে হারাম করেছেন এবং ব্যবসাকে হালাল করেছেন (আল-বাক্বারা, ২/২৭৫)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূদ গ্রহীতা, সূদ দাতা, সূদের লেখক এবং সূদের সাক্ষীদের উপর অভিশাপ করেছেন এবং বলেছেন তারা সবাই সমান (ছহীহ বুখারী, হা/৫৯৬২; ছহীহ মুসলিম, হা/১৫৯৮)।

প্রশ্নকারী: ফজলে সোবহান তাওরাত

সাতকানিয়া, চট্টগ্রাম।


Magazine