কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১০) : ছালাতের শেষ বৈঠকে পা বিছিয়ে দিয়ে নিতম্ব মাটিতে রেখে বসতে হয়। জামাআতে ছালাত আদায় করার ক্ষেত্রে যদি রাকআত ছুটে যায়, সেক্ষেত্রে আমি কোন বৈঠককে আমার সালামের বৈঠক হিসেবে গণ্য করব? ইমামের সালামের বৈঠককে, না-কি আমি যে বৈঠকে সালাম ফিরাব সেই বৈঠককে? অর্থাৎ আমি কোন বৈঠকে নিতম্ব মাটিতে রেখে বসব?

উত্তর : এমতাবস্থায় ইমামের অনুসরণ করত তাওয়াররুক করে (নিতম্বের ভরে) বসতে হবে। কেননা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘ইমাম নির্ধারণ করা হয় তার অনুসরণ করার জন্য’ (ছহীহ বুখারী, হা/৬৮৮; ছহীহ মুসলিম, হা/৪১১; মিশকাত, হা/১১৩৯)।

প্রশ্নকারী : মিরাজুল ইসলাম

বাগেরহাট।


Magazine