কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৬) : স্বপ্নদোষ হওয়ার কারণে পোশাকে বীর্য লেগে রয়েছে। এই বীর্য লেগে থাকাপোশাকে ছালাত হবে?

উত্তর : কাপড়ে ময়লা লাগলে যেমন কাপড় ধুয়ে পরিস্কার-পরিচ্ছন্ন করে ছালাত আদায় করা উত্তম (আল-আ’রাফ, হা/৩১)। তদ্রূপ কাপড়ে বীর্য জাতীয় কিছু লাগলে তা পরিস্কার করে ছালাত আদায় করা উত্তম। বীর্য কাপড়ে শুকিয়ে গেলে তা নখ বা কাষ্ট টুকরা দ্বারা খুটিয়ে ফেলা যথেষ্ট আর যদি তা আদ্র থাকে তাহলে তা ধুয়ে নিতে হবে। আয়েশা রাযিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাপড়ে লেগে থাকা বীর্য খুটিয়ে উঠিয়ে দিতাম অতঃপর সেই কাপড়ে তিনি ছালাত আদায় করতেন। (আবূ দাঊদ, হা/৩৭২; নাসাঈ, হা/২৯৭; ইবনু মাজাহ, হা/৫৩৭-৫৩৯)। আয়েশা রাযিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম–এর কাপড় থেকে বীর্য ধুয়ে দিতাম। অতঃপর তিনি সেই কাপড় পরিধান করে ছালাতের জন্য বের হয়ে যেতেন। ধৌত করা পানির চিহ্ন কাপড়ে লক্ষ্য করা যেত। (ছহীহ বুখারী, হা/২৩২; ছহীহ মুসলিম, হা/২৮৯; নাসাঈ, হা/২৯৬; ইবনু মাজাহ, হা/৫৩৬)।

-নাহিদ আলি

চারঘাট, রাজশাহী


Magazine