কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৭) : ছালাতে যদি দুনিয়াবী চিন্তা ভাবনা আসে তাহলে কী ছালাত হবে?

উত্তরছালাত হয়ে যাবে। কিন্তু নেকীর ক্ষেত্রে ঘাটতি হবে। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন লোকও আছে (যারা ছালাত আদায় করা সত্ত্বেও সালাতের রুকন ও শর্তগুলো সঠিকভাবে আদায় না করায় এবং ছালাতে পরিপূর্ণ একাগ্রতা ও খুশুখুযু না থাকায় তারা ছালাতের পরিপূর্ণ সাওয়াব পায় না)। বরং তারা দশ ভাগের এক ভাগ, নয় ভাগের এক ভাগ, আট ভাগের এক ভাগ, সাত ভাগের এক ভাগ, ছয় ভাগের এক ভাগ, পাঁচ ভাগের এক ভাগ, চার ভাগের এক ভাগ, তিন ভাগের একভাগ বা অর্ধাংশ সাওয়াব প্রাপ্ত হয় (আবূ দাউদ, হা/৭৯৬)। এতে বুঝা যায় যে, ছালাত আদায়ের খুশু-খুযু অনুযায়ী নেকিরও তারতম্য হয়ে থাকে।

প্রশ্নকারী :  নাম প্রকাশে অনিচ্ছুক

বগুড়া


Magazine