উত্তর: প্রশ্নোল্লিখিত হাদীছে উল্লেখিত ‘আল্লাহ তার ১০০ প্রয়োজন পূরণ করে দিবেন’ মর্মে কোনো বিশুদ্ধ হাদীছ আমাদের নখদর্পণে নেই। তবে এ প্রসঙ্গে বিশুদ্ধ হাদীছ ছহীহ বুখারীতে বর্ণিত হয়েছে, যেখানে ১০০ কথাটি উল্লেখ নেই। আব্দুল্লাহ ইবনু উমার রাযিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘এক মুসলিম অপর মুসলিমের ভাই ভাই। সে তার উপর যুলম করবে না এবং তাকে যালিমের হাতে অর্পণ করবে না। যে কেউ তার ভাইয়ের অভাব পুরণ করবে আল্লাহ তার অভাব পূরণ করবেন। যে ব্যক্তি (দুনিয়াতে) কোনো মুসলিমের বিপদ দূর করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার বিপদসমূহ দূর করবেন। যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ গোপন করবে, আল্লাহ কিয়ামতের দিন তার দোষ গোপন করবেন’ (ছহীহ বুখারী, হা/২২৮০)।
প্রশ্নকারী : মো. আল-মারুফ