কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৯): কুরআন পড়তে পড়তে আযান শুরু হলে কুরআন পড়া বাদ দিয়ে কি আযানের জবাব দিতে হবে?

উত্তর: আযান শুরু হলে আযানের উত্তর দেওয়াই বেশি উত্তম। কেননা নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমরা যখন মুয়াযযিনকে আযান দিতে শুনবে, তখন সে যা বলে তোমরাও তাই বল’ (ছহীহ মুসলিম, হা/৩৮৪)। আর আযানের উত্তর দেওয়া একটি নির্দিষ্ট সময়ের নির্দিষ্ট যিকির, কিন্তু কুরআন তেলাওয়াত হলো আম যিকির, যা যেকোনো সময়ে করা যায়। আর আম যিকিরের ওপর নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট যিকিরকে প্রাধান্য দেওয়াই বেশি উত্তম (ফাতওয়া নূরুন আলাদ দারব, ইবনু উছায়মীন, ৮/২)। তাই আযান শুরু হলে আগে আযানের উত্তর দিবে, তারপর আবার কুরআন তিলাওয়াত শুরু করবে।

প্রশ্নকারী : মোফাসসির

রাজশাহী।

 

Magazine